ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

রশিদ মালিক হবে একটি পরিবর্তনের নাম, প্রত্যাশা নিউইয়র্কে

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
রশিদ মালিক হবে একটি পরিবর্তনের নাম, প্রত্যাশা নিউইয়র্কে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক থেকে: ‘ড. রশিদ মালিক একটি পরিবর্তনের নাম, তার মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির জন্য পরিবর্তন আসবে এটাই সবার প্রত্যাশা। তিনি আমাদের পথ দেখিয়েছেন।

রশিদ মালিক আমাদের গর্বিত করেছেন, তিনি বাংলাদেশকে গর্বিত করেছেন। ’

এমনই সব বক্তব্য-মন্তব্যে ভরা ছিল মঙ্গলবার (০১ অক্টোবর) সন্ধ্যাটি। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে এই বক্তরা ঘিরে ছিলেন রশিদ মালিককে। যারা বলছিলেন, তারা নিউইয়র্কার। ডিস্ট্রিক্ট কলাম্বিয়ার ভার্জিনিয়া থেকেও ছুটে এসেছিলেন কেউ কেউ।

রশিদ মালিক নিউইয়র্কের কেউ নন, ভার্জিনিয়ারও কেউ নন। তিনি বাংলাদেশি। আর সেই পরিচয়ই যথেষ্ট। এক বাংলাদেশি আমেরিকান এ বছর যুক্তরাষ্ট্রের কংগ্রেসে যেতে ভোটযুদ্ধে নেমেছেন তিনিই এই রশিদ মালিক। তার জন্যই এই যত স্তুতি বাক্য, শুভ কামনা। রশিদ মালিক নির্বাচন করছেন জর্জিয়ার আটলান্টা থেকে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে। এই যারা এতো কথা বলছেন, তারা কেউ রশিদ মালিকের ভোটার নন। কিন্তু তারা সবাই চান ‘জয়’। কারণ তারা জানেন, তার মাধ্যমেই হবে বাংলাদেশের জয়। তিনিই হবেন বাংলাদেশে জন্মগ্রহণকারী কোনো যুক্তরাষ্ট্র প্রবাসী যিনি এখানকার মূলধারার রাজনীতির এই উচ্চপদে আসীন এক জনপ্রতিনিধি। এর আগে ২০১০ সালে মিশিগান থেকে প্রথম বাংলাদেশি-আমেরিকান হ্যানসেন ক্লার্ক ভোটের লড়াইয়ে জিতে যুক্তরাষ্ট্রে কংগ্রেসে তার স্থান করে নিয়েছিলেন। হ্যানসেন ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত। তার জন্ম হয় এই আমেরিকায়। আর রশিদ মালিক বাংলাদেশে জন্ম নিয়ে ভাগ্যের সন্ধানে এদেশে এসে হয়ে উঠেছেন এক আত্মনির্মিত মানুষ। সুতরাং রশিদ মালিক অনন্য।

সে কথাই বলছিলেন তার এক সময়ের সদাসঙ্গী, সহপাঠী, একই সময়ে যুক্তরাষ্ট্রে আসা অপর সফল বাংলাদেশি আমেরিকান ড. বদরুল হুদা খান। বদরুল খান এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রশিদ মালিকও একজন শিক্ষাবিদ। বদরুল খান জানালেন, কীভাবে ডিশ-ওয়াশার থেকে তারা দুই বন্ধু এখানকার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে অবশেষে উচ্চতর ডিগ্রিও নিয়েছেন। নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। বদরুল খান বলেন, আমি ড. রশিদ মালিকের মধ্যে একটা উদ্দীপনা সবসময়ই দেখেছি। তিনি একজন ভালো মানুষ, আত্মনিয়োজিত মানুষ, স্বনির্মিত মানুষ।
‘আমরা বাথরুম পরিষ্কার করেছি, পরে অধ্যাপক হয়েছি, ডিশ ওয়াশ করে ডক্টরেট ডিগ্রি নিয়েছি,’ ড. রশিদ মালিক ও তার নিজের কথা জানাতে ঠিক এভাবেই বলেন ড. বদরুল হুদা খান; যাকে বাংলাদেশে ই-লার্নিংয়ের জনক বলেই সবাই চেনেন। যার বই অনূদিত হয়ে পঠিত হয় বিশ্বের দেশে দেশে বড় বড় বিশ্ববিদ্যালয়ে।

বদরুল খান বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, রশিদ মালিক হয়ত শিক্ষক হননি, কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছেন মালিক কলেজ। তার মাধ্যমে শিক্ষার আলো ছড়াচ্ছেন, ছড়াতেই থাকবেন।

বাংলাদেশের জামালপুরের ছেলে, পরের দিকে থাকতেন ঢাকার অ্যালিফ্যান্ট রোডে। রশিদ মালিক যুক্তরাষ্ট্রে আসেন ১৯৭৯ সালে। বাবা আবদুল ওয়াদুদ মালিক ছিলেন একজন আইনজীবী। আর মা মমতাজ মালিক রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের সাবেক অধ্যক্ষ। আর আটলান্টায় রশিদ মালিক নিজে প্রতিষ্ঠা করেছেন আটলান্টা ভোকেশনাল কলেজ।

এতো কিছুর পরেও রশিদ মালিক ছিলেন প্রচার বিমুখ। ফলে নিউইয়র্কের অনেকের কাছেই তিনি ছিলেন অজানা।

এই সংবাদের বাকি অংশ পড়তে ক্লিক করুন

আরও পড়ুন
**কংগ্রেসম্যান প্রার্থী রশিদ মালিকের জন্য তহবিল সংগ্রহ নিউইয়র্কে
**সব সম্পাদক এক মঞ্চে, হিলারির পক্ষে অনন্য বাংলাদেশি আয়োজন
**ভূত নেমেছে শহরে! বয়েছে ক্যান্ডির ঝড়
** কোমে বোমায়ও হিলারি অটল, অপ্রতিরোধ্য

** শ্বেতভবনের বাসিন্দা কে হবেন? কে যোগ্য!
** হুমাকে নিয়ে সংকটে হিলারি!
** হিলারিকে ভোট দিতে প্রস্তুত ওয়াশিংটনের বাংলাদেশি কমিউনিটি
** নির্বাচনী জরিপের চড়াই-উতরাই, কনফিউজড অনেকেই​
** নির্বাচনী সহিংসতার শঙ্কা প্রকট হচ্ছে যুক্তরাষ্ট্রে

** আর্লি ভোটে আর্লি তুষারপাত, মূল ভোটে কি হবে!
** মুসলিম ডেমোক্র্যাটরা সক্রিয়, রয়েছেন বাংলাদেশিরাও
** বোস্টনে ভোট ক্যাম্পেইনের এক উপভোগ্য সন্ধ্যা
** বোস্টনে মিললো ভোটের বিলবোর্ড
** হিলারির জন্য প্রচারে আমেরিকান মুসলিমদের র‌্যালি রোববার
** জ্যাকসন হাইটসের আড্ডায় ট্রাম্প আতঙ্ক​
** বহু জাতির দেশে বহুমুখী ভোট, বহু তার সমীকরণ
** আবহাওয়া ঠাণ্ডা, ভোটের হাওয়া কী গরম!​
** অদ্ভুত এক নির্বাচনের দেশে!
**
প্রেসিডেন্ট নির্বাচন কাভার করতে বাংলানিউজ’র মেনন যুক্তরাষ্ট্রে

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
আইএ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।